Amarendra sen

কবিতা - সময় ভুলে যায়

Amarendra sen
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

সময় রাখে না মনে, সব ভুলে যায়;
শুধু মন রাখে স্মরণে, স্মৃতির লেখায়।
যা কিছু ঘটে জীবনের ক্ষণে ক্ষণে,
সময় কিছুই তারে রাখে না মনে।

সে যেন নদীর প্রায়—শুধু বয়ে চলে যায়,
খেয়ার হিসাব রাখে না বুকের লেখায়।
যেমন কত ঝড় আসে ফিরে চলে যায়,
আকাশ রাখে না মনে সুনীল পাতায়;

শুধু তরুর হৃদয়ে ব্যথা বিঁধে দিয়ে যায়—
রয়ে যায় ভাঙা শাখার বিরহ বেদনায়।

পরে পড়বো
৪৪
মন্তব্য করতে ক্লিক করুন