Amarendra sen

কবিতা - শুভ্র মেরু প্রান্তর

Amarendra sen
রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ প্রকৃতির কবিতা, রম্য কবিতা

মেরুপ্রান্তর আজি শুভ্র ভুধর
জ্যোতির কিরণ মাঝে,
তুষার ধবল আলোর মালায়
গিরির কিরিট সাজে।
কাঁপিছে ভুবন হিমেল পরশে
তুষার রেনু বাতাসে ভাসে
রবির কিরণে চাঁদের আলোয়
শুভ্র জ্যোৎস্না দিবসে হাসে।
নিল আকাশের ধবল জ্যোৎস্না
আজি পাথর কীর্ণ ভূমির পড়ে
সহসা যেন এসেছে নেমে ;
গাছে গাছে ফুলেফুলে নদীনির কুলে কূলে
পথরজে তুষাররেণু উঠেছে মেতে
শুভ্র আলোক জ্যোতির প্রেমে।
আকাশ হতে শুভ্র বালিকা
ধরণীর ভালে স্বেত মালিকা,
সুহীম বায়ুর সাথে সাথে ধায়
পড়ায়ে দিয়ে যায় চপল পায়।

পরে পড়বো
২৫৯
মন্তব্য করতে ক্লিক করুন