কভু হয়না সুখী বনের পাখি
খাঁচার সুখ পেয়ে ;
পথেরও ভিখারি খুশি থাকে ভারী
ভিক্ষার অন্ন খেয়ে ।
টিয়া ময়না কভু সুখী হয়না
সোনার খাঁচায় শুয়ে;
(যদিও)ভরা পেটে তার জোটে আহার
শেখানো গান গেয়ে।
বন্দি বিলাসে মুক্তি আশে
সুখেরে বলে সারী ;
খাঁচা ভেঙে উড়ে পালাই
জীনবটা যে ভারী ;
পালিয়ে যাই মুক্ত হাওয়ায়
যাই সেখানে ফিরে;
বনের ধারে আর গাছের কোটরে
যেথায় ছিলেম সুখের নীড়ে।
বন্ধন যেথায় ভাঙতে চায়
এটাই জীবনের গতি ;
জনম হলে জীবের মেলে
এমনি সুখের মতি।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৯৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
খুব ভালো লিখেছেন প্রিয় কবি।
ধ্যান্যবাদ । আপনাদের ভালবাশা অনেক অনুপ্রেরনা দেবে।