Amarendra sen

কবিতা - স্বপ্নে সুন্দর

Amarendra sen
শুক্রবার, ২৩ মে ২০২৫ বিরহের কবিতা

কে জেনো বলেছিলো কোনোখানে
সে মোরে ভালোবাসে প্রানমনে
কতো সুন্দর দুটি আঁখি তার
কতো স্নিগ্ধ মধুর হাসি অপার।
যত ভাবি তার কথা মনে
ততই বুনি স্বপ্ন তার সনে
অরূপ সুন্দর হয়ে থাকে মনে
না জানি হবেকি দেখা জীবনে ।
একে একে দিন চলে যায়
চেনা মোর জীবনের খেয়ায়
সে দিন তো আর এলো না
সে স্বপ্ন আর সত্য হলো না।
স্বপ্ন হয়েই থাকো তুমি চিরদিন
মাটির ‘পরে সত্য হয়ে এস না
স্বপ্নে চির সুন্দর সুখময় নিরন্তর
জীবন সত্য জলে স্বপ্ন তুমি ভেসো না।

পরে পড়বো
১৭৮
মন্তব্য করতে ক্লিক করুন