শুনিয়ে যাবো আমার গান।
যদি ভালো নাইবা লাগে
রেখোনা মনে আমার কথা
ভুলে যেয়ো একটু শুনে
রেখোনা গেঁথে মনের কোণে
যদি না চায় তোমার প্রাণ।
যা’ তোমারে বলতে চাই
মনে প্রাণে যে’ কথা সুধাই
তুমি তো শিখিয়েছিলে মোরে
আমার হৃদয় গাইছে যে সুরে
সকলি তোমার হিয়ার দান।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন