Amarendra sen

কবিতা - উঠুক জেগে পুরানো প্রাণ

Amarendra sen
শুক্রবার, ১৩ জুন ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

ফিরে পেতে চায় আবার সেই জীবনের স্বাদ
মন চায় দীর্ঘ ব্যস্ততার অবসান
ভাবনার ঘোরে রক্তেলাগে উর্জার জোয়ার
ঢেলে দিতে চায় বাঁধাহীন প্রাণ;
ভাঙা মন আবার ক্ষনিকেই জুড়ে যেতে চায়
বুক ফেটে ওঠে পুরনো সুখের গান
মনে মনে চোখে চোখে জীবনের প্রতিক্ষনে
নব রূপে জেগে ওঠে পুরাতন প্রাণ।
কোথা নিরানন্দ বিস্বাদ কোথা সব পরমাদ
হোক চঞ্চল হিয়া ভরিয়া সুখ আল্হাদ
সবারে লইয়া জাগুক হিয়া অবনী পরে
দুঃখ বিষাদ জীর্ণ পুরাণ মুছুক ভুধরে।
কিহবে দুঃখ বেদনায় ক্ষয়ে ক্ষয়ে
রইবো শুধু আনন্দ সুধা লয়ে
সবার হৃদয়ে উঠুক সুখ আনন্দ গান
বাঁচুক সবাই সুখে লয়ে প্রবল পঞ্চপ্রাণ।

পরে পড়বো
৮৮
মন্তব্য করতে ক্লিক করুন