এক শুন্যতা, ভরা পৃথিবীতে
তুমি আছো আমিও আছি
আছে রুক্ষ, আছে সবুজ শ্যামল
মানব মানবেতরে আমরা বাঁচি।
এখনো বদলেনি নীলাকাশ
সিন্ধু ঊর্মী নদীর জল
আজ মধুর মলয় পবন
বহিয়া করে শরীর শীতল ।
মানবের চিন্তা শক্তি
হয় নাই শেষ একেবারে
এখনো মানুষ খুশি হতে চায়
সবাইকে ভালোবাসতে পারে ।
তবু কেন বারে বারে এই
পৃথিবীতে আলোর আঁধারে ,
মানুষ হয় হিংস্র কঠিন পাষান
কেড়ে নেয় অসহায় মানবের প্রাণ?
এরাতো মানুষ এদের আছে
মানুষেরই মতো মন
তবুও কেন ভাবনার অছিলায়
হাসি মুখে করে মানব নিধন ?
সবই আছে এদের মানুষের মতো
বাঁচে মানুষের মতো চিরদিন
এরা মানুষ হলেও হৃদয় শুন্য
কেন পশুর মতো বিবেক হীন ।

২০
মন্তব্য করতে ক্লিক করুন