কতদিন পর আজ প্রকৃতির জন্য দু-চার লাইন
দেখেছ দেখেছ একে বলে শালগাছ
শিরীষ গাছ চেনো না?
হ্যাঁ বসন্তই তো পলাশ ফোটার সময়
কতদিন পর আর ঈর্ষা না লোভ না ছুরি চালাচালি না
শুধু গাছ
প্রকৃতির জন্য দু-চার লাইন
আমি যে প্রকৃতি চিনি না কাকু—আমার কী হবে?
ছোটোবেলা থেকে শুরু করতে হবে আবার, গোড়া থেকে
রেললাইন ধরে চলে গেলে একদিন বাসরাস্তা ধরে চলে গেলে
তোমার পাঠ সম্পূর্ণ হবে
ফেরার পথে তুমি বিদ্যাসাগর আঙুল গুনে গুনে বলবে
ওই শিরীষ এই বাবলা এই অশ্বখ
মানুষ ছাড়া আর একজনই পৃথিবীর ওপর
শক্ত দাঁড়ায়
সে গাছ
নাও আজ বিয়ার খুলো না
মাইলস্টোন গোনো
এক-এ শিরীষ, দুই-এ বাবলা, তিন-এ অশ্বত্থ
আহ্! কতদিন পর আবার আবার
ভ্রমণ কাহিনির প্রথম পৃষ্ঠা, প্রকৃতির জন্য দু-চার লাইন!

পরে পড়বো
৮৪
মন্তব্য করতে ক্লিক করুন