পুরোনো জামাকাপড়কে শরীর দেয়
কাজের লোকের ছেলেমেয়ে।
ঝরা ফুলের জন্য বুক পেতে দেয় পথ।
উন্মাদের জন্য সরকার বানিয়েছে হাসপাতাল।
অতিথিকে জায়গা দেয় ফটোগ্রাফ।
আহত মানুষ
ভেবো না যদি কেউ তোমাকে না নেয়
ওই তো তোমাকে ডাকছে
ছোটো ছোটো চায়ের দোকান আর
নিভু নিভু লণ্ঠন

২২
মন্তব্য করতে ক্লিক করুন