গুহার পেছনে সাজানো ডিভান বালিশ বিছানা মহাঘুম
ঘুমের পেছনে অন্ধ একাকী হাতড়ায় কিছু হাতড়ায়
হাতের স্পর্শ কয়লা খাদানে হাতের স্পর্শে পার্কস্ট্রিট
বার রেস্তোরাঁ শপিং এরিনা ফুটবল মাঠে দর্শক
লোকাল ট্রেনের প্রথম ভোরের মৃদু ভিজে থাকা কোনো সিট
সিটের পেছনে চোঁয়ানো আলোয় দিগন্ত কাটা গুহামুখ
গুহার অতীতে এখনও অন্ধ বন্ধ করেনি পাখা তার
সে পাখার নীচে এসি-র আরাম…গতি…স্তব্ধতা…শীতকাল

২৪
মন্তব্য করতে ক্লিক করুন