প্রথম ফ্রিজ এল আমাদের বাড়ি
টেম্পো চড়ে, লাল, আলালের ঘরের দুলাল
প্রথম ফ্রিজ
ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব
দু-দিন বেশ আইসক্রিম খেলাম আমরা
ছোটো ছোটো রেকাবিতে আপেল, সন্দেশ
ঝকঝক করতে লাগল
তারপর ফ্রিজ পড়ে রইল, বন্ধু আরশোলা
আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা

ঘরে রয়েছে ফ্রিজ
আপেল নেই আর, সন্দেশ নেই
ছোটো ছোটো ট্রে-তে টলটল করছে জল
জল জমে বরফ
ঘরে রয়েছে বরফ, কেবল বরফ

২৪
মন্তব্য করতে ক্লিক করুন