একজন খুনিকে আমি বড় করব
যেভাবে শিশুকে ধীরে ধীরে বড় করেন মা।
সেরেল্যাকের বদলে তাকে খেতে দেব
ছোট ছোট ফুলেদের সৌন্দর্য।
জামার বদলে পরিয়ে দেব দিগন্তের সন্ন্যাস।
ছড়ার বদলে শোনাব
রাখাল বালকের বাঁশির উদাসীনতা।
হাঁটা শেখাব, পা যখন টলমল, তখনই
বড় রাস্তার ওপর ছেড়ে দিয়ে দেখাব
চারমাথার মোড় থেকে
একটা রাস্তা গেছে স্বর্গে, একটা নরকে।
একজন খুনিকে নিজের ভেতরে আমি
ধীরে ধীরে বড় করব
তারপর একদিন
বুক চিতিয়ে দাঁড়াব তার সামনে
বলব, ভয় পাস না, বসা ছোরা–
মেরে ফেল আমার লোভ।

১৭
মন্তব্য করতে ক্লিক করুন