একটি হরিণ। সোনার। লোভ দেখাচ্ছে৷ প্রভু, এনে দাও ওকে। ওই সৌন্দর্যকে, এনে দাও। তব পায়ে পড়ি। ছুটে যাচ্ছে তির। বধ করছে। রক্তাক্ত। সোনার হরিণ। আসলে মারীচ। মরে যাচ্ছে। আবার বেঁচে উঠছে। মাটিতে খুর রেখে উঠে দাঁড়াতে না-পারলেও লোককথায়, বেঁচে উঠছে। মারীচ। এক দানব। আমাদের প্রেম।

১৯
মন্তব্য করতে ক্লিক করুন