প্রতিদিন চুপ করছে, কারও কথা থেমে যাচ্ছে রোজ
জঙ্গলে, নদীর পাড়ে, বস্তিতে, শহরে
মাথা কেটে পড়ে থাকছে, পড়ে থাকছে গুলি বুকে নিয়ে,
তাঁর কথা শিরোধার্য, মুখ খোলা একযুগ বারণ
তাই শুয়ে থাকছে স্থির, শুয়ে থাকছে হাসিমুখ লাশ
দেখে সূর্য অন্ধকার, দেখে পাখি ডালে ডালে চুপ
তবু গান গাইছে গুণী, শিল্পী বলছে, ‘চমৎকার রৌদ্র
একটা দুটো মরছে ঠিক, একসঙ্গে মরেনি চোদ্দ!’
৫৮

মন্তব্য করতে ক্লিক করুন