এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - এ্যানী’র মোনাজাত,

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

এ্যানী’র মোনাজাত,
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

আল্লাহ তুমি কবুল কর
আমার মোনাজাত!
তোমার রহম দিয়েই আমায়
দিও হে নাজাত।

সবার মনের গোপন কথা
তুমি-ই শুনতে পাও,
এ্যানীর মনের সব বাসনা
পূর্ণ করে দাও।

চাইনি আমি তোমায় বিনে
কারোর কাছে কভু,
তুমি-ই হলে আল্লাহ মহান
সর্বকালের প্রভু।

তুমি-ই হলে সর্বদাতা,
সবার সব-ই দাও।
এই অধমের দিকেই এবার
মায়ার নজরে চাও!

আমার চোঁখে আমার তুমি,
” দেখাও ক্ষুদ্র যত ”
বিশ্ববাসীর নজরে আমায়
দাও হে… বড়ত্ব।

আল্লাহ তোমার শক্তির কাছে
পরাজিত হয় সব ।
তুমি-ই তো এই জগত কুলের
একক মহান রব।

আল্লাহ তুমি যেমন পারো,
রাতকে করতে দিन।
এক নিমিষেই করতে পারো
সৃষ্টি সব বিলিন।

রাগ দেখিয়ে দিতেও পারো
আইলা-সিডর যত ।
মাঠ ভরা সব ফসল দিয়ে
খাওয়াও নিজের মত।।

কবুল করে নাও হে প্রভু
এ্যানী’র মোনাজাত,
তব মহিমায় দিও হে আমায়
ঘোষিত সে জান্নাত।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন