” ঘুমন্ত বিবেক জাগো “

এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী) এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

"ঘুমন্ত বিবেক জাগো"
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

ওঁত পেতে আছে বিদেশি সকুন
তোমাকে গিলিতে মাগো,
তোমার ছেলেকে বলে দিও "মা"
ঘুমন্ত বিবেক জাগো।

আর কতো কাল নিভৃতে মাগো
ফেলিবে চোখের জল,
তোমার ছেলে জাগলে মাগো
পালাবে শত্রু-দল।

বন্ধু রূপী শত্রু ওরা-ই
চিনতে পারিনি মাগো,
তোমার ছেলেকে বলে দিও "মা"
ঘুমন্ত বিবেক জাগো।

স্বৈরাচারের হাত দিয়ে ওরা
তোমাকে গিলিতে পারে,
তোমার ছেলেকে বলে দাও "মা"
বজ্রে রুখিতে তারে।

ওরা এদেশের মানব নহে
হিংস্র দানব সবে,
আর কতো কাল মাগো তুমি
বিপন্নতায় রবে?

তোমার ছেলেকে বলে দাও মা
হাঁকিতে বাঘের হুংকার,
লাল-সবুজের রক্ষায় মাগো
রুখিতে স্বৈরাচার।

নয়তো মাগো তোমার তুমি'তে
হয়ে যাবে নিঃশেষ,
স্বৈরাচারের বিজয় হবে,
মানবতা হবে শেষ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২১৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন