হুশিয়ার !
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
শক্তির সমারোহে থাকো যদি তবুও
বিষদাঁত তোমাদের ভাঙ্গবো এবার,
সাবধান হও যত রাষ্ট্র দ্রোহি,
ভিনদেশী, বেনিয়া’র তাবেদার।
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
বাংলার জমিনে ভারতীয় ট্রেন
আসতেই দেবোনা কভু।
মাথায় কাফন বেঁধে যুদ্ধে যাবো
বাংলার স্বাধীনতা রাখবো তবু।
লাল-সবুজের মান বাঁচাতেই
প্রয়োজনে রক্ত ঢালবে আবার।
নিভৃতে যদিও বাংলার জনগণ
ভুলে নাই ফেলানীর চিৎকার।
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
ক্ষমতার দম্ভ সে চায় না জাতি
চায় শুধু বিজয়ের অটুট খ্যাতি।
যুদ্ধের দামামা বাজলে তবে
দেখবে না কেউ আর দিবস-রাতি।
লাল-সবুজের ঐ অর্জিত স্বাধীনতা
রক্ষার প্রয়োজনে লড়বে আবার,
বাংলার সীমানায় আসত দেবো না কভু
বন্ধুর মুখোশই যত হানাদার।
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন