বন্ধু হতে-ই ব্যর্থ!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
বংলা দেশের বুক চিরে “সে”
পারবে না রেল নিতে।
বাংলা মায়ের জন্ম কিন্তু!
হয়নি সেদিন ফ্রি-তে।
হাজারো প্রমাণ দিয়েছে ভারত,
বন্ধু হতে-ই ব্যর্থ!
ভাবনা মোদের বন্ধু হলেও
চায় সারাক্ষণ স্বার্থ।
এবার হবেই লুটতরাজের,
সকল হিসাব দিতে!
বাংলাদেশের আকাশ সীমাও,
মিলবে না আর ফ্রি-তে।
কিন্তু কেন? মিথ্যে মোরা,
বন্ধু ওদের ভাবি!
নিঃস্ব হলেও ক্যান যে ওদের,
করছি পূরণ দাবি?
দেয়না ওরা স্বার্থ বিনে,
কিছুই মোদের ফ্রি-তে!
তাই কখনো চাইনা ওদের,
পদ-চিহ্ন নিতে।
ভারত মোদের বন্ধু নহে,
তোমার হলেও তবে!
ভারত প্রীতি দেখাও যদি,
বাংলা ছাড়তে হবে।
স্বাধীনতার মান বাঁচাতে,
ভয় কী রক্ত দিতে?
পারবো না ক্যান “বঙ্গবন্ধুর”
আদর্শ খান নিতে?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন