মিথ্যে স্বপন…
… এ্যানী,
বিষন্নতায় ভরা, হতাশায় ঘেরা,
এই সে জীবনের আলো ;
নিবতে বসেছে, সন্ধ্যা নেমেছে,
রাতের আঁধারে কালো ।
স্বার্থের তরে, সবাই মরে,
মিথ্যে স্বপ্ন বুঝে ;
মনের দরজায় দাড়িয়ে ডাকার,
কাউকে না পাই, খোঁজে !
ভালবেসে তাই মায়ার বাধনে,
বাঁধতে চেয়েছি যারে,
ছিন্ন ভিন্ন করেছে হৃদয়,
বিচার দিবো-ই কারে?
কাউকে দেখিনি এই ধরাতে
স্বার্থের উর্দ্ধে হয় ।
সত্যিকারের প্রেম এ ধরায়,
কী করে বাঁচিয়া রয় ?
সারাটা জীবন, মিথ্যে স্বপন,
দেখিয়ে যাবেই তোকে!
সব হারিয়েই মরতে হবে,
নিশ্চিত সেই শোকে।
চোখের জলেই ভিজবে মাটি,
সবুজ বসুন্ধরা ।
এসব দেখেই শিক্ষা নেবে,
পাষাণ প্রেমিক যারা।
মিথ্যে মায়ায় বন্দি নহে
কর্মে থাকিও সদা।
তব ডাকের ঐ অপেক্ষাতেই
রয়েছে মহান খোদা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন