রাজার মতো…
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
মোমের মতো নিজেকে বিলাতে
শিখিও সবার মাঝে,
আগুন হয়ে জ্বালাতে শিখো না
সকাল সন্ধ্যা সাঁজে !
মোমের জীবনে প্রেমের অর্থ
নিজেকে বিলিয়ে হয়,
আগুনের প্রেম জ্বালিয়ে পুড়িয়ে
ধ্বংসের আগে রয়।
মোমের মতোই জীবন চেয়েছি
মহান প্রভুর কাছে,
জাহান্নামি আগুন হয়ে,
এ্যানী না যেন… বাঁচে।
সুখের সঙ্গী নাইবা হলাম…
আঁধারে দেবই আলো,
আগুন হয়ে বাঁচার চেয়ে
মোমের জীবন ভালো।
কেউ বা বলে, মাতাল আমায়…
নেশায় পাগলপারা,
কিন্তু কভুও কেউ দেখে না
হৃদয়ে ঝর্ণাধারা…
চলতে চাহিনা, এই জগতে,
সাহেব বাবুর বেশে,
শ্রেষ্ঠ সাহেব হওয়ার ইচ্ছে…
ঐ জগতের দেশে।
ইদুর মরা গন্ধে যারা…
থাকতে পারে না ঘরে,
কী বা হবে এই জগতে
সাহেব সাজার তরে?
হৃদয় দেখে হয়না বিচার,
পোশাক দেখেই’ হয়…!
মানুষ চেনার উপায় কিন্তু…
পোশাক দিয়ে নয়।
মোমের মতো জীবন হবে
যে-ই মানুষের সনে,
লৌহ কলম, আরশে আজিম,
তাহার বন্ধু বনে…!
বিজয় তাহার হবে নিশ্চয়…
থাকুক বাধার যত…
ইহকাল কি ? পরকালেও,
থাকবে রাজার মতো…।
মন্তব্য করতে ক্লিক করুন