” নব্য-দানব “
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
নব্য-দানব,
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
রাজাবাহাদুর তব মনে আজ
কোন অজানার ভয়।
নেট দুনিয়া বন্ধ মানেই
তারই প্রমাণ হয়।
নব্য-দানব হয়েছ যখন
হবেই-তো পরাজয়,
সোস্যাল জগত বন্ধ রেখে,
ঢাকবে কী সংশয়!
বাকস্বাধীনতা রুদ্ধ করে
করেছো নিজের ক্ষতি।
তৈরী থেকো সামনে তোমার
করুণ পরিনতি।
আপন পাপের ঢাকনা দিতেই
করছো যতই ফন্দি,
স্বাধীনচেতা মানুষ যত
তব হাতে আজ বন্দী।
তুমি কী জানো? তোমার আগেও
কত ফেরাউন ছিলো?
বলতে পারো? এখন ওরা
কোথায় হারিয়ে গেল?
কালের গর্বে বিলীন হয়ে
সব ফেরাউন ক্ষয়,
বন্য-দানব যতোই ভাবুক
নিজেকে দুর্জয়।
ধ্বংসলীলায় কাঁদছে যখন
পূর্ণ একটি দেশ।
আজরাইলের তাণ্ডবে সব
পাপের হবেই শেষ।
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
রাজাবাহাদুর তব মনে আজ
কোন অজানার ভয়।
নেট দুনিয়া বন্ধ মানেই
তারই প্রমাণ হয়।
নব্য-দানব হয়েছ যখন
হবেই-তো পরাজয়,
সোস্যাল জগত বন্ধ রেখে,
ঢাকবে কী সংশয়!
বাকস্বাধীনতা রুদ্ধ করে
করেছো নিজের ক্ষতি।
তৈরী থেকো সামনে তোমার
করুণ পরিনতি।
আপন পাপের ঢাকনা দিতেই
করছো যতই ফন্দি,
স্বাধীনচেতা মানুষ যত
তব হাতে আজ বন্দী।
তুমি কী জানো? তোমার আগেও
কত ফেরাউন ছিলো?
বলতে পারো? এখন ওরা
কোথায় হারিয়ে গেল?
কালের গর্বে বিলীন হয়ে
সব ফেরাউন ক্ষয়,
বন্য-দানব যতোই ভাবুক
নিজেকে দুর্জয়।
ধ্বংসলীলায় কাঁদছে যখন
পূর্ণ একটি দেশ।
আজরাইলের তাণ্ডবে সব
পাপের হবেই শেষ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন