রক্তের গন্ধ…
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

রাস্তায় গাড়ী চলে ফিটনেস বিনে;
অধক্ষ চালক ও খাটে রাত কিবা দিনে।
দেখিবার নেই কেহ, বলিবার আছে,
বি.আর.টি.এ-ও দেখি দায় সারা বাঁচে।

অর্থের লোভে ওরা হয়ে গেছে অন্ধ;
তাই দেখি রাস্তায় রক্তের গন্ধ।
মুক্ত কলম যারা নিয়েছো হাতে,
কিসের আপোষ এতো রাজার সাথে?

প্রতিবাদ করো সবে চিৎকার তুলে,
অকালে মরণ যেন না আসে ফুলে।
আর কত বলিদান হবে এই রাস্তায়?
কাঠামোর মান-ও দেখি আছে যত সস্তায়।

যোত-চোর চাপা বাজ আছে কিছু নেতা।
ভুলতে বসেছে ওরা দেশের কথা।
বুতা মুখে হাই ভুলে উন্নয়নের জোয়ার;
মনে হয় এই দেশ গরুর খোঁয়ার!

সংসদে বিল হয় বাজেটে বড় ;
কাজে কেন ফাঁকি এত হয় বড়-সড়?
নেতার ঐ নীতিটা পাল্টাতো যদি,
পাল্টাতে হয় কি রাজার ঐ গদি?

স্বাধীন এই বাংলার মানুষের কেন
বলিদান প্রতিদিন হবে রাস্তায় ?
আসলে কি তাই দেখিবার মত,
নেই কারো দায়ভার এই বাংলায় ?

“হায় হায় এই কি হাল রাস্তায় …. ”
নিরুপায় জাতি আজ জানতে চায়?

২০৫
মন্তব্য করতে ক্লিক করুন