এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - বাংলা মায়ের এই চিৎকার !

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

বাংলা মায়ের এই চিৎকার !
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

দুর্নীতি মুক্ত দেশ দাও আমাকে
শোষণ মুক্ত শাসন দেবো,
বুক ভরা বিশ্বাস দাও আমাকে
বুকপেতে তোমাদের আগলে নেবো।

এই হলো বাংলার আত্মার চিৎকার
শুনতে তা চায় না কেহ,
রাষ্ট্রের প্রতি আজ নেই কোনো দায়,
দেখছি না কারো মনে বিন্দু স্নেহ।

ভাবছে সবাই আজ লুটেপুটে খাই,
জীবনেই যতদিন বাঁচি,
রাষ্ট্রের সবকিছু যাক তলানিতে
বাঁশ দিতে মরিয়া আমিও আছি।

এই যদি আমাদের চিন্তা ও চেতনা
রাষ্ট্র আমায় ”বলো” দেবে কী?
দুর্নীতিবাজদের মহড়া দেখে
পাপিষ্ট শয়তানও বলে ছি্ঃ !

উন্নয়নের পথে হাঁটছে যখন
দুর্নীতিবাজ হাসে খুশিতে,
নির্বাক দেশ আমার আর্তনাদে
বলছে ডেকেই মারো ঘুষিতে।

বিঘ্নতা সৃষ্টির কেউ-না আছে
আপন স্বার্থেই লড়ে,
ভিনদেশী শকুনের দৃষ্টি যেন
বারবার এদেশেই পড়ে।

কিন্তু কেহ আজ শুনতে না পায়
বাংলা মায়ের এই চিৎকার,
ধিক্কার! ধিক্কার!! ধিক্কার!!!
দুর্নীতিবাজদের বলো ধিক্কার।

১৮৬
মন্তব্য করতে ক্লিক করুন