এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - “দেশ বাঁচাতে-ই হবে”

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

“দেশ বাঁচাতে-ই হবে”
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

বলতে যাবো না কাউকে ভালো,
কাউকে মন্দ তবে,
বলবো শুধুই আমজনতার
দেশ বাঁচাতে-ই হবে।

রাষ্ট্র যদিও হয়েছে স্বাধীন
সুফল পায়নি জাতি,
দুর্নীতিতেই চ্যাম্পিয়ান আজ
স্বাধীন দেশের খ্যাতি।

লুটতরাজের এই মহড়া
আর কতকাল রবে,
জাতির মুখে মুক্ত হাসি
ফিরবে আবার কবে?

উন্নয়নের হচ্ছে তুফান
কিন্তু দুঃখেই দুঃখী ;
স্বাধীন দেশে দুর্নীতিবাজ
ক্যান জানি হয় সুখী!

আইন-আদালত থেকেও যদি
বিচার নাই বা হবে,
দেশের মানুষ চুপ করে না
থাকবে কিন্তু তবে।

দেশের মানুষ মরছে ক্ষুধায়
পাচ্ছে না খাবার ;
ভিনদেশীরা-ই স্বাধীন দেশে
চাকরি পায় আবার।

মৃত মানুষ মরার পরে-ও
ঋণ যদি পায় তবে,
বলবো শুধুই আমজনতার
দেশ বাঁচাতে-ই হবে।

হাত গুটিয়ে নিরব থাকার
সেই সময় আজ শেষ।
রক্ত দিয়েই লিখতে হবে
স্বাধীন বাংলাদেশ।

চুপ করে আজ থাকলে জাতি
বঞ্চনাতেই রবে,
প্রতিবাদের কন্ঠে বলো
দেশ বাঁচাতে-ই হবে।

১৪৬
মন্তব্য করতে ক্লিক করুন