এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - শপথ নিয়েছি মনে,

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

শপথ নিয়েছি মনে,
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

উত্তাল রাজপথে মিছিলে কী, মিটিংএ
দেখা হবে আমাদের বারবার,
আমরা যারা নিয়েছি শপথ
রুখিতে স্বৈরাচার।

নিপীড়িত মানুষের আর্তনাদে
কেঁপে উটে মাওলার দরবার…

মুক্ত করেই মোরা, আনবো-ই আনবো,
লাল-সবুজের মাটি।
চিরচেনা জনপদ বাংলা মোদের,
গর্বিত বিজয়ের ঘাঁটি।

আর নয় এদেশে, শোষণের মহড়া,
হানাদার মুক্ত, করবো আবার…

“বীর” মোরা এ জাতির, বুলেট বুকে,
ইস্পাত দাঁড়াতেই জানি!
রক্তের সাগরে ভাসিয়ে দিলেও
মুছে যাবো অতীতের সকল গ্লানি।

নিপিড়ীত মানুষের মশাল হবো
দিয়ে যাবো সিংহের হুংকার…

লজ্জার মাথা খেয়ে বসেছে ওঁরা,
আমরাও লড়তে জানি!
শিয়ালের ডাক শুনে ভয় নাহি পাই
পাবো মোরা মাওলার মেহেরবানি।

এক-দফা’তেই দেখো অনড় জাতি
চায় সবে মৌলিক অধিকার….

বিজয় ছিনিয়ে মোরা আনাবো আবার
শপথ নিয়েছি মনে,
মরলে শহীদ হবো বাঁচলে গাজী
সুখ নাহি পাই যদি এই জীবনে।

শিয়ালী জীবন নিয়ে লাব কী বেঁচে?
ফিরে যদি নাহি পাই অধিকার…

১২৮
মন্তব্য করতে ক্লিক করুন