তুমি সে ” মিনা…”
———————এ্যানী,
স্বপ্ন বুনিতে শেখালে কেন,
বাবুইপাখির মতো…?
কোমল হৃদয়ে কেন দিলে আজ,
বিরহবিধুর ক্ষত…?
পায়ের নিচের মাটির সাথে
তুল্য করেছ জানি !
সেদিন তবুও পাইনি ব্যথা
হৃদয়ে একটুখানি…!!
তোমার দেওয়া অপবাদে আজ
হৃদয় দ্বিখণ্ডিত,
একদিন তোমারও কাঁদিতে হবে…
দেখিও আমার মতো…!!!
তোমার দেওয়া প্রতিটি আঘাতে
জ্বলছি বারংবারে…
যার ইশারায় এ-সব করেছো,
ধ্বংসে দেখিবে তারে…
হতেপারে সে তোমার “স্বামী”
কিম্বা আপনজনে…
ন্যায়ের স্বার্থে খোদার বিচারে
অপরাধী প্রমাণে…
আজকে যারা আপন তোমার
বিমুখ যেদিন হবে !
সেদিন তুমি আমার কাছে
ফিরে আসিও তবে…
” হও যদিও পঙ্গু তুমি ”
রেখেছি হৃদয় ও মনে,
সে দিনও তোমায় ভালবাসা দিয়ে
রাখিবো যতনে ।
তুমি সে ” মিনা…”
স্বামীর অধিকার দিয়েছ আমায় আগে,
আমার হৃদয়ে তোমার জায়গা
হারায় কোন সে রাগে…?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন