কবিতা - বিপন্নতা অরণি বসু বিরহের কবিতা যতবার বিপন্ন হয় সভ্যতা, যতবার ছিন্নভিন্ন হয় মানুষের বেঁচে থাকা, মানুষের লজ্জা, সারল্য ততবার মাথা নীচু হয়ে যায়। নীচু হতে হতে, হে বৃদ্ধ প্রপিতামহ, আমি আকাশ দেখতে ভুলে গেছি। ♥ ০ পরে পড়বো ১০৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন