ফেলে আসা পথের ধুলো থেকে আমি
কুড়িয়ে নিয়েছি আনন্দ,
তুমিও সাঁতরে পার হয়ে গেছ পুরোনো আখরগুলি।
বন্ধ দরজার এপারে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে একরত্তি শিশু।
একা একা বেজে চলেছে ভাঙাচোরা হারমোনিয়াম।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন