অরণি বসু

কবিতা - পুরোনো হারমোনিয়াম

অরণি বসু

প্রতিটি স্পর্শের স্মৃতি থেকে যায়।
শীতের দুপুরে পিঠ দিয়ে যতবার সেই কথা ভাবি
মেঘের আস্তরণ সরিয়ে সারি সারি
তোমাদের মুখ মনে পড়ে,
টুনি বাল্ব জ্বলে ওঠে শরীরের কোনায় কোনায়।
যতই বাড়াই হাত কিছুতেই ছুঁতে পারি না তোমাদের।

পুরোনো স্মৃতিধার্য গানগুলি বেজে ওঠে
ডালা খোলা পুরোনো হারমোনিয়ামে।

পরে পড়বো
৫৮
মন্তব্য করতে ক্লিক করুন