আল্লা আছেন তার প্রমাণ আছে
অর্ঘ্যদীপ চক্রবর্তী
আল্লা পৃথিবীতে আছেন আকাশেও আছেন।
তবু কেউ তাঁকে দেখতে পায় না কেন?
তিনি কারও ডাকে সাড়া দেন না কেন?
কারও কি দেখার মতো চোখ আছে?
কেউ কি তাঁকে ডাকার মতো ডাকে?
আল্লা যে আছেন তার প্রমাণ কোথায়?
প্রমাণ?
তিনি আকাশে সূর্য ওঠান চাঁদ ওঠান
মেঘ আনেন বৃষ্টি করান
যে আকাশ তিনি হরেক রঙে ভরিয়ে তোলেন
সেই আকাশেই বিদ্যুতের খেলা দেখান।
তিনি পৃথিবীতে ভূমিকম্প ঘটান
পাহাড়ের মাথা বরফে ঢাকেন
সমুদ্রে তুফান আনেন।
এইগুলিই কি যথেষ্ট প্রমাণ নয়?
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/১১/২০২৩
তবু কেউ তাঁকে দেখতে পায় না কেন?
তিনি কারও ডাকে সাড়া দেন না কেন?
কারও কি দেখার মতো চোখ আছে?
কেউ কি তাঁকে ডাকার মতো ডাকে?
আল্লা যে আছেন তার প্রমাণ কোথায়?
প্রমাণ?
তিনি আকাশে সূর্য ওঠান চাঁদ ওঠান
মেঘ আনেন বৃষ্টি করান
যে আকাশ তিনি হরেক রঙে ভরিয়ে তোলেন
সেই আকাশেই বিদ্যুতের খেলা দেখান।
তিনি পৃথিবীতে ভূমিকম্প ঘটান
পাহাড়ের মাথা বরফে ঢাকেন
সমুদ্রে তুফান আনেন।
এইগুলিই কি যথেষ্ট প্রমাণ নয়?
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/১১/২০২৩
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন