অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - সমীচীন কাজ

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

সময়ের সাথে সাথে নিজেকেও
প্রগতির পথে এগিয়ে নিয়ে যাও।
সময় থেমে থাকে না কখনও
সময়ের সাথে সাথে নিজেকেও এগোতে হবে,
তবে তা শুধু প্রগতির পথে।
নিজেকে আগের অবস্থা থেকে
আরও উচ্চ অবস্থায় নিয়ে যাও সময়ের সাথে সাথে,
সেই কাজই হবে তোমার পক্ষে সমীচীন।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৫/২০২৫

১৯
মন্তব্য করতে ক্লিক করুন