অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - শিব ও কালীর গান

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

বাবা শিব মা কালী
তোমাদের প্রণাম জানাই।
তোমাদের কাছে কবে যেতে
পারব দাও ব’লে।

বাবা শিব মা কালী
এক জনের রূপ দুই।
শিব যিনি কালী তিনি
কালী যিনি শিব তিনি।

দয়ার সাগর বাবা-মা
পূর্ণ করেন সবার ইচ্ছা।
দেখতে চাই আমি
বাবা-মাকে সামনাসামনি।

যে পায় তাঁদের চরণ
ধন্য তার সাধন-ভজন।
তোমাদের চরণ পাব কবে
আমায় দাও ব’লে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/১২/২০২৪

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন