যদি তোর হৃদ-যমুনা,
হলো রে উছল রে ভোলা,
তবে তুই একূল-ওকূল
ভাসিয়ে নিয়ে চল রে ভোলা।
আজি তুই ভরা প্রাণে,
ছুটে যা নৃত্যে-গানে,
যে আসে প্রেম-প্লাবনে
ভাসিয়ে নিয়ে চল রে ভোলা।
যে আসে মনের দুখে,
যে আসে ফুল্ল-মুখে,
টেনে নে সদাই বুকে,
তোর থাক না চোখে
জল রে ভোলা।
দুধারের ফুল কুড়িয়ে,
চলে যা মন জুড়িয়ে,
মালা তোর হলে বিফল,
করবি কি তুই বল রে ভোলা-
মিছে তোর সুখের ডালি,
মিছে তোর দুখের কালি,
দুদিনের কান্না-হাসি,
সব ছল,ছল,ছল রে ভোলা।
জীবনের হাটে আসি,
বাজা তুই বাজে বাঁশি,
থাকে সেথা বেচা কেনার
দারুন কোলাহল রে ভোলা।
অরূপের রূপের খেলা
চুপ করে দেখ দুবেলা,
কাছে তোর এলে কুরূপ
তুই মুখ ফিরায়ে চল রে ভোলা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন