কবিতা - কে তুমি বসি নদীকূলে অতুলপ্রসাদ সেন অন্যান্য কবিতা কে তুমি বসি নদীকূলে একেলা কার লাগি এতো উতলা। কে তরী বাহি, আসিবে গাহি খেলিবে তার সনে কি খেলা। সারাবেলা গাঁথো মালা ঘরের কাজে এ কি হেলা, ছলনা করি আনো গাগরি কার লাগি বলো অবেলা। ♥ ০ পরে পড়বো ১০৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন