অতুলপ্রসাদ সেন

কবিতা - মিনতি করি তব পায়

অতুলপ্রসাদ সেন

মিনতি করি তব পায়
তুমি যাও চলি তরী বাহি।

আমার কূলে এসো না ভুলে
বেঁধো না হেথা তবে তরী।

তুমি তো বেলা হ’লে
যাবে বন্ধন খুলে,
তবে কেন আসিছ গান গাহি।

তব তরণী-তরঙ্গ
করে কত রঙ্গ,
রাখিতে নারি হৃদি ঢাকি
তুমি তো নিবে না মোরে,
তোমারো তরী পরে
তবে কেন ও মুখপানে চাহি।

২৯
মন্তব্য করতে ক্লিক করুন