রইল কথা তোমারই নাথ
তুমি জয়ী হ’লে,
ঘুরে-ফিরে এলাম আবার
তোমার চরণতলে।
কুড়িয়ে সবার ভালোবাসা
ভবের ডালে বাঁধনু বাসা,
ঝড় এসে এক সর্বনাশা
ফেলল ভূমিতলে, হে নাথ।
কক্ষ আমার গেল ভেঙে
বক্ষ আমার গেল রেঙে,
তুলতে যারে বলছি নেঙে
সেই চলে যায় দোলে, হে নাথ।
নয় তো তোমার দুয়ার বন্ধ
আমারই নাথ দুচোখ অন্ধ,
মিছে তোমায় বলি মন্দ
আজ কে দিলো বলে, হে নাথ।
তাই তো তোমায় দেখতে নারি
দাও হে দেখা হে কাণ্ডারী,
দর্প আমার দর্পহারী
ফেলে এলাম জলে হে নাথ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন