অতুলপ্রসাদ সেন

কবিতা - সে ডাকে আমারে

অতুলপ্রসাদ সেন

সে ডাকে আমারে, বিনা সে সখা রে,
রহিতে মন নারে,
সে ডাকে আমারে, সে ডাকে।

প্রভাতে যারে দেখিবে বলি, দ্বার খুলে কুসুমকলি,
কুঞ্জে পুকারে অলি,
যাহারে বারে বারে।

নিঝর কলকন্ঠগীতি বন্দে যাহারে
শৈলবন-পুষ্পফুল নন্দে যাহারে,
যার প্রেমে চন্দ্রতারা কাটে নিশি তন্দ্রাহারা
যার প্রেমের ধারা বহিছে শতধারে।

১১৪
মন্তব্য করতে ক্লিক করুন