তুমি কবে আসিবে মোর আঙিনায় ?
কত বেলি, কত চামেলী যায় বৃথা যায় ।
প্রেমনীরে ভরি আশার কলসী
কত-না যতনে সেঁচিনু তায়,
ফুলদল আসি কহে পরিহাসি
কোথায়, তব বঁধু কোথায়?
নিজ ফুলসাজে, আজি মরি লাজে
এ ফুলদায় হতে বাঁচাও আমায়,
তুমি নিবে ফুলগুলি, নিজ হাতে তুলি
আমি গাঁথি নি মালিকা, যদি শুকায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন