Profile Picture
লেখকের নাম -

অতুলপ্রসাদ সেন

Atul Prasad Sen

জন্ম তারিখ: শুক্রবার, ২০ অক্টোবর ১৮৭১

জন্মস্থান: ঢাকা, বাংলাদেশ

পরিচিতি: অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; "বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন"। অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন। রাজনীতিতে তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও প্রথমে কংগ্রেসের সমর্থক ছিলেন, পরে লিবারেলপন্থী হন। অতুলপ্রসাদ তার সমগ্র জীবনের উপার্জিত অর্থেরও বৃহৎ অংশ স্থানীয় জনকল্যাণে ব্যয় করেন। এমনকি তিনি তার বাসগৃহ ও গ্রন্থস্বত্বও বিভিন্ন প্রতিষ্ঠানের কল্যাণে দান করে যান।

অতুলপ্রসাদ সেন'এর কবিতা সমূহ

এখানে প্রকাশিত কবিতার সংখ্যা: ৪১

কবিতার শিরোনাম মন্তব্য
হরি হে তুমি আমার
হও ধরমেতে ধীর
সে ডাকে আমারে
সবারে বাস রে ভালো
রইল কথা তোমারই নাথ
শ্রাবণ ঝুলাতে
যাব না ঘরে
যদি দুখের লাগিয়া
যদি তোর হৃদ-যমুনা
যখন তুমি গাওয়াও গান
মুরলী কাঁদে
মিনতি করি তব পায়
মিছে তুই ভাবিস মন
বলো গো সজনী
বঁধু এমন বাদলে তুমি কোথা
পাগলা
নীচুর কাছে নীচু হ’তে
নিদ নাহি আঁখিপাতে
তুমি মধুর অঙ্গে
তুমি গাও
তুমি কবে আসিবে
জল বলে চল
ক্ষমিও হে শিব
কে যেন আমারে
কে তুমি বসি নদীকূলে
কে আবার বাজায় বাঁশি
কী আর চাহিব বলো
এসো হে এসো হে প্রাণে প্রাণসখা
এসো দুজনে খেলি হোলি
এমন বাদলে তুমি কোথা
একা মোর গানের তরী
আমি বাঁধিনু তোমার তীরে
আমায় রাখতে যদি আপন ঘরে
আবার তুই বাঁধবি বাসা
জল বলে চল মোর সাথে চল
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
ওগো নিঠুর দরদী
ভারত-লক্ষ্মী
বাংলা ভাষা (মোদের গরব – মোদের আশা)
বল বল বল সবে
হও ধরমেতে ধীর