পরিচিতি: আমার বাড়ি কাঞ্চপুর। আমার গ্রামের বাড়ি মাছলী। মাছলীর বাড়িতে আমার জন্ম। ১৯৫৮ সালের ফেব্রুয়ারী মাসের ১৭ তারিখ আমি জন্মগ্রহন করি। সেখানেই শৈশব অতিবাহিত করি। বয়স যখন ২১ তখন ১৯৭৯
সাল আমি ত্রিপুরা সরকারের অধীনে পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত সচীব হিসাবে চাকুরীতে যোগদান করি।প্রায় ২৪ বৎসর বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ৩০ বৎসর বয়স প্রর্য্যন্ত আমি মাছলীই ছিলাম। মাঝে প্রায় ৩ বছর ( এইট,নাইন, টেন) পড়াশুনার জন্য আমবাসায় মামার বাড়িতে ছিলাম। ১৯৮৮ সালের জুন মাসে বদলী জনিত কারণে কাঞ্চনপুরে চলে যাই। সেখানেই চাকরি জীবন অতিবাহিত হয়। আর কাঞ্চনপুরে থাকতে থাকতে সেখানে ভাড়ী করে নেই। আমার ২ ছেলে ও এক মেয়ের পড়াশুনা চলে। ও পরে ২ ছেলের চাকরি জীবন শুরু হয়। তাদের বিবাহ কার্য্য সম্পাদন করি। মেয়েকে পাত্রস্থ করি।চাকরির ৫ বছর থাকতেই শারিরীক কারনে চাকরি থেকে স্বেচ্ছাবসর নেই, ২০১২ সালের জানুয়ারী মাসে।