পরিচিতি: নন্দ দুলাল মন্ডল , ২০২৪ সালে রবীন্দ্রনাথ টেগোর হল অফ ফেম অ্যাওয়ার্ড-এ সম্মানিত হন নিতিআয়োগ ও কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়েলরেড ফাউন্ডেশন কর্তৃক।একই বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিপুরা বইমেলায় তার
উপন্যাস ‘জেলের গরাদ ভেঙে সন্ন্যাসী’ প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের ফিন্যান্স ডিপার্টমেন্টের একজন সাধারণ কর্মচারী। ২০০০ সালে উত্তর ২৪ পরগনার মেদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।মা ঝর্না মন্ডল। মেদিয়া বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ শেষে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার দপ্তরে কাজ করার অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি লেখালিখির প্রতি গভীর ভালোবাসা তাকে সাহিত্যচর্চায় উজ্জীবিত করে। তার রচিত গল্প ‘নীলবাতি’ ও ‘বিরহীনি’-সহ একাধিক কবিতা ও প্রবন্ধ পাঠক মহলে প্রশংসিত। তার সাহিত্যকর্মে মানবিক অনুভূতি, সমাজদৃষ্টি এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি এক অপূর্ব মেলবন্ধন খুঁজে পাওয়া যায়।