কীর্তি
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
হাইলাকান্দি, আসাম।
কষ্টগুলো বলবো কাকে
বললে কি তা যাবে?
শ্রমিক আমি শ্রমিক রবো
শ্রমেই দেহ খাবে।
শপথ নিয়ে কাজের শুরু
বসবো নাকো ঘরে!
পাহাড় কেটে কীর্তি গড়বো
যদিও যাই মরে।
সাইকেল ছাতি সঙ্গের সাথী
সঙ্গে আছে ক্বলম,
দুর্গম পথে পড়ে গেলে
মুখের লালা মলম।
আল্লা ছাড়া ভয় করি না
মর্ত মাটির কাউরে,
ফুটবল খেলে অভ্যাস-হেতু
সদাই প্রস্তুত পাউরে!
মরতে হবে এটা জানি
ক্বলমা পড়ে ছুটি,
ঝড়ের বেগে সামনে আগাই
শক্ত বাঁধন কুটি।

মন্তব্য করতে ক্লিক করুন