গাছ লাগিয়ে বাঁচ
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
গাছ লাগিয়ে বাঁচ
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
হাইলাকান্দি, আসাম।
গাছের সাথে যুক্ত আমি
গাছ রোপণে ব্যস্ত,
গাছতলেতে মুক্ত আমি
গাছ বাঁচানো ন্যস্ত।
অধিক গাছে বৃষ্টি বেশি
সবুজ বিপ্লব ঘটে।
অক্সিজেনের মাত্রা বেশি
জীবন বাঁচাই বটে।
নিমের গাছে উত্তাপ কমে
বাঁশঝাড়েতে সুখ,
লেবু গাছে লিভার বাঁচে
ছোট মাছে চোখ।
কাঁঠাল গাছে সুষম খাদ্য
পাতার অনেক গুণ,
জিনসেং মূলে যৌনশক্তি
মাঞ্চিনেলে পাক্কা খুন।
দেশবিদেশে নানা রকম
ভালো মন্দ গাছ,
গাছে প্রাণ ফুলে ঘ্রাণ
গাছ লাগিয়ে বাঁচ।
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
হাইলাকান্দি, আসাম।
গাছের সাথে যুক্ত আমি
গাছ রোপণে ব্যস্ত,
গাছতলেতে মুক্ত আমি
গাছ বাঁচানো ন্যস্ত।
অধিক গাছে বৃষ্টি বেশি
সবুজ বিপ্লব ঘটে।
অক্সিজেনের মাত্রা বেশি
জীবন বাঁচাই বটে।
নিমের গাছে উত্তাপ কমে
বাঁশঝাড়েতে সুখ,
লেবু গাছে লিভার বাঁচে
ছোট মাছে চোখ।
কাঁঠাল গাছে সুষম খাদ্য
পাতার অনেক গুণ,
জিনসেং মূলে যৌনশক্তি
মাঞ্চিনেলে পাক্কা খুন।
দেশবিদেশে নানা রকম
ভালো মন্দ গাছ,
গাছে প্রাণ ফুলে ঘ্রাণ
গাছ লাগিয়ে বাঁচ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন