মাগো তুমি ভয় পেওনা

মোছাঃ আয়েশা সিদ্দিকী মোছাঃ আয়েশা সিদ্দিকী

মাগো তুমি ভয় পেওনা,
বাংলার দামাল যত
আছি তোমার পাশে;
আসতে দেবনা দস্যু - ডাকাত,
তোমার আশেপাশে।
লুটতে তোমায় পারবেনা আর
হায়না- হেনার দল,
আছে তোমার দামাল ছেলে ,
বাহুতে নবীন বল।
মাগো তোমার বদন জুড়ে -
আসলে শত্রু ছায়া,
এগিয়ে দেব বাহুদ্বয়
করব না প্রাণের মায়া।
মাগো তুমি ভয় পেওনা,
দূর হয়েছে বর্গী সেনা।
ব্রিটিশরা দেশ ছেড়েছে,
পাক- হানাদার ভয় পেয়েছে ,
সকল বাধা পারি দিয়ে ,
মাগো তোমার জয় হয়েছে।
উন্নয়নের জোয়ার বইছে,
দূর করে সংশয় ,
দাবিয়ে রাখতে চাইবে যারা;
তাদের হবেই পরাজয়।
অনেক হলো মাগো তুমি
পেয়না আর ভয়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন