বৈশাখের মাতাল হাওয়ায়
লাগে মনে দোলা ,
আকাশ জুড়ে ছেয়ে থাকে,
ঘন কালো মেঘের ভেলা।
গাছে গাছে আমের গুটি,
আরো আছে কাঁঠাল।
পান্তা আর ইলিশ খেয়ে
হবে শুভ সকাল।
লাল পেড়ে শাড়ি পড়ে ,
সাজবে সবাই নতুন করে ।
রমনার বটমূলে ছায়ানটের
গানে গানে
ছড়াবে আনন্দ- উল্লাস
সব বাঙালির প্রাণে প্রাণে।
পুরোনো দিনের পুরোনো স্মৃতি,
যত দুঃখ বেদনা,
বৈশাখের প্রথম দিনে
হাসি আর খুশি নিয়ে
করব নতুন দিনের সূচনা
মুছে দেব সকল জরা,
হবো না বিমর্ষ,
আনন্দের আবাস নিয়ে ,
আবার এলো শুভ নববর্ষ।
বছর ঘুরে আবার নববর্ষ এলো ,
ধনী-গরিব বিভেদ ভুলে
মেলায় যাবো চলো।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন