আজাহার রাজা

কবিতা - বসন্তবুকে প্রেমের অনুরণন

লেখক: আজাহার রাজা

ঋতুর দোলাচলে বয়ে চলে চেতনার স্রোত,
সময়ের অতল গহ্বরে অনুরণিত এক মহামন্ত্র,
বসন্তের বুকে চিরন্তন সত্যের নির্জন আলেখ্য,
মৃত্যুহীন ও অবিনশ্বর ভালোবাসা জন্ম নেয়,
প্রেম— এক অনির্বচনীয় অস্তিত্বের উচ্চারণ।

পলাশের দীপ্তিতে জেগে ওঠে দহনের অগ্নি,
অভিসারী হাওয়া বয়ে আনে ব্যাকুলতার সুখ,
নিশীথের মৌন ছায়ায় স্পন্দিত হৃদয়ের আকুতি,
প্রেমের ভাষায় লেখা জাগ্রত অনন্ত শপথ,
প্রেম— প্রত্যাবর্তন সময়ের সীমানাকে ছাড়িয়ে যায়।

শিহরিত স্পন্দনে জাগে অদ্ভুত আকুলতা,
দিগন্তের অন্তরালে হারিয়ে যায় না দীপ্তি,
অনুরণন ধ্বনিত অযুত যুগের অন্ধকারেও,
পুষ্পিত শাখার রন্ধ্রে রন্ধ্রে নির্জন বনভূমিতে,
প্রেম— এক মহাকাব্যের চিরন্তন স্তবগান ।

দিগন্তের গভীরে শুদ্ধতার অনিঃশেষ বাসনা,
ভূতলের বুক থেকে উঠে আসে প্রেম
সময়ের স্রোতে ধুয়ে যায় না যার অস্তিত্ব,
বসন্তের আত্মায় যার ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে,
প্রেম— উপস্থিতি অনাদি, অনন্ত, এক মহাজাগতিক স্পর্শ।

চক্রবৎ পৃথিবীর পরিক্রমায় ক্ষয়প্রাপ্ত সব,
প্রেম থেকে যায় অবিনশ্বর এক গূঢ় তত্ত্ব,
মন্দ্রিত সমুদ্রের গর্জনে তীর্থের শঙ্খধ্বনি,,
কোকিলের কণ্ঠে উচ্চারিত চিরসত্য আহ্বান,
প্রেম— বসন্ত-বুকে অনুরণন— শাশ্বত, অনির্বাণ।

১৬০
মন্তব্য করতে ক্লিক করুন