– আজাহার রাজা ১৩-১২-২০২৪
অন্তর্গত আঁধারে বিদ্রোহের মশাল, নিঃশব্দ প্রতিরোধের মন্ত্র,
শোষিত বেদনার প্রাচীন প্রস্তরে রচিত বিপ্লবের শপথ,
চেতনার অরণ্যে আগুনের শিখা বাঁজায় অগ্নিবীণা,
বঞ্চনার স্তরে জমে থাকা অশ্রুকণা রূপান্তরিত হয় দাবানলে,
সময়ের গহ্বরে নিভৃত জাগরণে দগ্ধ অন্তর্গত দ্রোহের ।
অসহায় নীরবতার স্তরে জমে থাকা অশ্রু,
জ্বালামুখের গভীরতায় জন্ম নেয় লৌহ-প্রতিজ্ঞা,
অগোচর দ্বীপে ফোটে স্বাধীনতার অসীম অরুণোদয়,
শতাব্দীর জড়তা ভেঙে জন্মে মহাকালের অনলবিন্দু,
অন্ধকারের প্রাচীর ভেদে আলো, ঝলসে ওঠে দ্রোহে।
নির্লিপ্ত আকাশে উড়ে অবদমিত বিক্ষোভের নিশান,
মৃত সময়ের গভীরে দগ্ধ শ্বাসে জমে প্রলয়ের মেঘ
অবহেলিত করুণার অন্তরালে জমে বিদ্রোহের শপথ,
গহন আঁধারে নির্জন প্রতীক্ষায় জাগে প্রতিরোধের কাব্য
শোষিত শিরায় বহমান আগ্নেয় প্রবাহ ছড়িয়ে দেয় শিখা।
স্বাধীনতার মন্ত্র জাগ্রত করে জাগতিক শৃঙ্খল ভাঙার স্বপ্ন,
ভগ্ন প্রাচীরের গায়ে আঁকা অব্যক্ত মুক্তির প্রতিচ্ছবি,
অন্তরের গহীনে গেঁথে রাখা লুক্কায়িত বিদ্রোহী চেতনা,
নিঃশ্বাসে বঞ্চনার গভীর শোকে জন্ম নেয় মহাকাব্য,
বিস্ফারিত নির্জনতায় শব্দহীন দ্রোহের আগুন ছড়িয়ে যায়।
অস্থির কালের ধূলিকণা জ্বালায় বিপ্লব
রুদ্ধসংকল্প অন্তরালে প্রতিধ্বনিত অবিচল গর্জন।
অবহেলিত ইতিহাসের স্তরে স্তরে গোপন অগ্নিস্ফুলিঙ্গ,
স্বপ্নের শিরায় বহমান অগ্নিরূপী প্রতিস্পন্দন,
অন্ধকার বিদীর্ণ করে সূচিত শাশ্বত শুদ্ধতম বিপ্লব।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন