ঝরা পাতার মতো দুঃখ উড়ে যায়,
সময়ের ঝড়ে ভাঙে স্মৃতির কাচঘর,
ব্যর্থতার অশ্রু মুছে আঁধার ভেদে,
উঠে অস্তিত্বের স্বপ্নময় আলোর রেখা,
মরুপ্রান্তের বুকে জেগে ওঠে সবুজ।
পাখি উড়াল দেয় মুক্ত আকাশে,
হারানোর ভেতরে খুঁজে নতুন প্রাপ্তি
তারুণ্যের স্পন্দনে জেগে ওঠে আশা,
অন্ধকার গহ্বরে বুনে শক্তির বীজ,
উৎসারিত অনন্ত জাগরণের পথ ।
সময়ের ঢেউয়ে ভাঙে শৃঙ্খলের কাঁটা,
অস্থির মন জাগে দূর দিগন্তের ডাকে,
আকাশের বুকে লিখে মুক্তির ইচ্ছা,
মৃত পাতার ফাঁকে ফুটে নতুন কুসুম,
প্রকৃতির রন্ধ্রে ভরে প্রাণের জোয়ার।
উদীয়মান সূর্য সাক্ষী নিয়মানুবর্তিতার,
আকাশের নিস্তব্ধতায় মুক্তির আহ্বান,
দুঃখের ছাই থেকে ওঠে অনন্ত আলো,
প্রতিটি বাঁকে বাঁধা পড়ে নতুন অধ্যায়,
ঝরা পাতার বিদায়ে রচিত অনন্ত সম্ভাবনা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন