আজাহার রাজা

রক্তের স্রোতে ভেসে ওঠে পতাকার অহংকার,
ক্ষত-বিক্ষত জমিনে ফুটে স্বাধীনতার গন্ধ,
ধ্বংসস্তূপে লুকিয়ে থাকে নীরব আর্তনাদ,
জল্লাদের ছুরিতে চিত্রিত বীরত্বের মিথ্যে গাঁথা,
দেশপ্রেম এখানে অন্ধকারের রক্তাক্ত পালক।

স্বাধীনতার ব্যাখ্যায় অগ্নি হয়ে জ্বলে মুখোশ,
শহীদের রক্ত চুষে গড়ে গৌরবের ভাঙা প্রাসাদ,
নিরপরাধ চোখের জল মুছে দম্ভের তর্জনী,
প্রতিশ্রুতি পরিণত হয় পচনশীল শিকড়ে,
দেশপ্রেমিক জল্লাদ আঁকে সীমানার রেখা।

ক্ষুধার্ত শিশুর চোখে নয়, জমিনে রক্তের দাম,
ভাষণে চাপা পড়ে বঞ্চিতের মর্মব্যথা,
অশ্রুর ফেনায় ভাসে রুগ্ন স্বাধীনতার ছবি,
নৈঃশব্দ্যের মাঝেও বাজে জল্লাদের উল্লাসধ্বনি,
জল্লাদ দেশপ্রেমিকদের হাতেই বন্দি মানবতা।

অস্তিত্বের পরিক্রমায় ডানা মেলে নির্মমতার রাজনীতি,
স্বপ্নের মানচিত্রে আঁকা বিভেদের রূপরেখা,
বেলে দোয়াস মাটি শুধু মৃত দেহের ভারে নতজানু,
প্রেম, প্রগতি, এবং প্রতিশ্রুতি শাসনের শ্লোগান,
জল্লাদ দেশপ্রেমিকদের ছায়ায় সূর্য অন্ধকারাচ্ছন্ন।

১৩৯
মন্তব্য করতে ক্লিক করুন