কামনার দহনভরা চোখে বুনে শৃঙ্গারের ফাঁদ,
পদতলে ম্লান হয় মধুবনের স্নিগ্ধতা,
পুষ্পের কোমলতা হারায় নিজের গর্ব,
নিষ্ঠুর খেলায় বিলীন সৌন্দর্যের গৌরব,
রঙিন অধ্যায় মুছে বিষাদের রেখা।
কামুকের রুক্ষতায় চূর্ণ বিশ্বাসের স্তর,
মধু ছিল অবিচল চিরন্তন শান্তির প্রতীক,
লুণ্ঠন করে, রেখে যায় তিক্ততার কালিমা,
ফুলের পাপড়িতে আঁকা অপমানের দাগ,
শূন্যতার গহ্বরে পড়ে ভালোবাসার আভাস।
মধুবনের ফুলে চোরাচালানের স্বরূপ,
বাসা বাঁধে ছদ্মবেশী ব্যাভিচারের নিশান,
গভীর রাতে নক্ষত্ররা ঢলে পড়ে ঘুমে,
অবলীলায় বয় লুণ্ঠনের নিঃশব্দ ঝড়,
প্রেমের ভাষায় গড়া স্বপ্নেরা টুকরো হয়।
কামনার আগুনে পোড়ে মধুবন ভূমি,
পাশবিক তীক্ষ্ণতায় বিদ্ধ হয় দানবীয় প্রবৃত্তি,
প্রকৃতির ললাটে লিখে দেয় অন্যায়ের কবিতা
কামুকের অন্ধ তৃষ্ণা দাহ করে ফুলের নির্ভীক উচ্ছ্বাস,
শরীরের সীমায় কামনা হয় শুধু লুণ্ঠনের রসায়ন ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন